প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর থাকছে না

Cumilla24

১৫ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

সরকার এবার প্রথাগত প্রাথমিক বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । 

আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার মূল্যায়ন হবে ভিন্ন ধারায়। বিশেষ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে  শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে করোনা মহামারির কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। নতুন শিক্ষাক্রমেও বৃত্তি পরীক্ষা কথা বলা নেই। তবে গত বছরের শেষ দিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied