প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

Cumilla24

১৭ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#
রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্তে এ দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত হয়েছে। এতে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় পাইলট যখন ফ্লাই করছিলেন, তখন পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, এর অধিকাংশই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।
এই ঘটনার সাত দিনের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিটিকে বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা-সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করতে বলা হয়েছিল। তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে, ১৬৮টি তথ্য উদ্‌ঘাটন করেছে এবং ৩৩টি সুপারিশ করেছে।
এর মধ্যে প্রধান সুপারিশ হলো জননিরাপত্তার স্বার্থে এখন থেকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর থেকে কোনো বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করা হবে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাইলস্টোন স্কুলের ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুযায়ী অনুমোদন হয়নি। বিল্ডিং কোড অনুযায়ী ওই ভবনে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল। কিন্তু ছিল মাত্র একটি, মাঝ বরাবর।
কমিটির সুপারিশের ভিত্তিতে আজ প্রধান উপদেষ্টা রাজউক এর আওতাধীন এবং আশেপাশের অঞ্চলে (যেমন-সাভার, কাঞ্চন ও তারাবো) সকল ভবন যেন রাজউকের নিয়ম অনুযায়ী নির্মিত হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, কমিটির সুপারিশের ভিত্তিতে বরিশাল ও বগুড়ার রানওয়ে আরও সম্প্রসারিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied