প্রথমবারের মতো ঢাকায় গান গাইতে আসছেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল

Cumilla24

৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

ঢাকায় গান গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গান গাইবেন ‘খিচ মেরি ফটো’খ্যাত গায়ক।

টোয়েন্টি টু ইভেন্টস কনসার্টটি আয়োজন করবে।

প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল।

হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন দর্শন রাওয়াল। তরুণদের কাছে দর্শন রাওয়ালের খ্যাতি অন্যরকম।  

২০১৪ সালে ভারতের একটি রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান দর্শন রাওয়াল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ দারুণ সাড়া পেয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied