পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের

Cumilla24

৬ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


#

বুধবার (১০ ডিসেম্বর) সকালে যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে ঘটে এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় দুই শিশু পুকুরে পড়ে ডুবে মারা যান।

নিহত শিশুগুলো হলেন শাহাজাহান মন্ডলের ছেলে সাভার (২) এবং আবু তালেবের ছেলে আবু তোহা (২)। তারা মামা-ভাগনের সম্পর্কের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারা পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। পা পিছলে দুজনেই পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পরে পরিবার তাদের অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখতে পায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ঘটনাটি মর্মাহত মনে প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied