পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর ঘটনায় ১২ আসামির তিন দিনের রিমান্ড

Cumilla24

২৪ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।

আদালত পুলিশ জানায়, পুলিশ আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে তাকে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি গত দুই বছর ধরে সংশ্লিষ্ট কারখানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলাটিতে র‌্যাব-১৪ সাতজন এবং পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied