পরাজয়ের ধুলোয় ঢেকে যাচ্ছে নোয়াখালী

Cumilla24

১০ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস যেন হারের বৃত্তেই আটকে আছে। সোমবার (৫ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল দলটি।

মাত্র ৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। দ্বিতীয় ওভারে দলীয় মাত্র ১ রানে পারভেজ হোসেন ইমন ফিরে যান। তবে এরপর দ্বিতীয় উইকেটে দৃঢ় প্রতিরোধ গড়েন তৌফিক খান ও জাকির হাসান। তাদের ৫৩ রানের জুটিতে সহজ জয়ের পথে এগোয় সিলেট।

১৮ বলে ৩২ রান করে তৌফিক খান আউট হন জহির খানের বলে। একই বোলারের শিকার হন আফিফ হোসেনও। পরে জাকির হাসানকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন জহির। ২৩ বলে ২৪ রান করেন জাকির।

শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী শান্তভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে সিলেট টাইটান্স বিপিএলে তাদের তৃতীয় জয় নিশ্চিত করে।

এর আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নাসুম আহমেদের ঘূর্ণির সামনে পুরোপুরি নড়বড়ে হয়ে পড়ে। ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। তার বিধ্বংসী বোলিংয়ে নোয়াখালী গুটিয়ে যায় অল্প রানে।

নোয়াখালীর পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন ১৮ রান। দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied