নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে নেতাকর্মীদের ঢল

Cumilla24

৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন।

এদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হওয়ার কথা ছিলো। তবে দুপুর দুইটার সময় অনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কাকরাইল, নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, আরামবাগে নেতাকর্মীরা মিছিল করছেন। তারা বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied