দেশ ও মানুষের উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে: সেনাপ্রধান
১০ দিন আগে শুক্রবার, মে ২৩, ২০২৫
সেনাবাহিনী জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। এ ধরনের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (১৭ জুলাই ২০২৩ইং) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন।
তিনি জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী আধুনিকায়নের প্রক্রিয়া চলমান।
