দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, অসুস্থ ২ শতাধিক

Cumilla24

১২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

ভারতের মধ্যাঞ্চলীয় শহর ইন্দোরে দূষিত পানীয় পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে, যার ফলে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে এবং ২০০ এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় আইনপ্রণেতা কৈলাস বিজয়বর্গীয় এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাদুর্ভাবের মূল কারণ দূষিত পানীয় জল।

ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী রয়টার্সকে জানান, শহরের ভাগীরথপুর এলাকার পানীয় জলে লিকেজের কারণে ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া গেছে। তিনি বলেন, "মৃত্যুর সংখ্যা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, তবে একই এলাকার ২০০ জনেরও বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগৃহীত পানির নমুনার চূড়ান্ত প্রতিবেদন এখনও আসেনি।"

জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা জানান, পরিস্থিতি মোকাবিলায় ডাক্তারদের একটি দল ঘরে ঘরে স্ক্রিনিংয়ের জন্য মোতায়েন করা হয়েছে এবং জল বিশুদ্ধ করতে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, "আমরা একটি লিকেজ পয়েন্ট খুঁজে পেয়েছি যা জল দূষিত করতে পারে, এবং সেই পয়েন্টটি ইতিমধ্যেই ঠিক করা হয়েছে।"

প্রাথমিকভাবে কর্তৃপক্ষ ৮,৫৭১ জনকে স্ক্রিন করেছে এবং ৩৩৮ জনকে হালকা লক্ষণযুক্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

ইন্দোরকে গত আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পরিচ্ছন্নতা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। কিন্তু এ প্রাদুর্ভাব দেখিয়েছে যে, পরিচ্ছন্নতার সুনাম থাকা সত্ত্বেও নিরাপদ পানীয় পানির নিশ্চিতকরণে সতর্কতা অব্যাহত রাখা প্রয়োজন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied