ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার ২

Cumilla24

১৬ দিন আগে বুধবার, অক্টোবর ৮, ২০২৫


#

ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, উত্তম চন্দ্র দাস (৩০) এবং মো. আকাশ মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি টিকিট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ জুন ২০২৩ইং) সকাল ১০ টায় র‌্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. পারভেজ মিয়া বলেন, র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় ট্রেনের টিকিট কতিপয় লোকজন অবৈধভাবে টিকিট কাউন্টার ব্যতীত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করতেছে। ওই তথ্যের ভিত্তিতে দলটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied