ট্রাকের তেলের ট্যাংকে ইয়াবা, গ্রেফতার ৩

Cumilla24

২৩ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

ট্রাকের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় পাচারকালে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় ৩ মাদক কারবারীকে গ্রেফতারসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

৪ অক্টোবর বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: কক্সবাজারের টেকনাফ থানার হাতিয়ারঘোনা গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ (২৪), চট্টগ্রামের কর্ণফুলী থানার আজিমপাড়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. ইয়াসিন (১৯) এবং বাঁশখালী থানার কোকদণ্ডী গ্রামের বাচা মিয়ার ছেলে মো. আলম (২১)।

র‌্যাব-৭ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

র‌্যাব-৭ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের কুমিরা কাজীপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে চালক-হেলপারসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাকটির জ্বালানির ট্যাংক কেটে এক লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ৫৭০টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট দিয়ে মোড়ানো ছিল।

পরে গ্রেফতারদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied