টেকনাফ সাগরপথে পাচারের সময় নারী-শিশু মিলিয়ে ২৮ জন উদ্ধার
২১ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তার আগে সোমবার গভীর রাতে বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটের বিচ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপনে খবর পাওয়া যায়—একদল পাচারকারী মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন নারী, শিশু ও পুরুষকে নিয়ে কচ্ছপিয়া ঘাটের কাছে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বাহারছড়া আউটপোস্ট ও পুলিশের সমন্বয়ে রাতেই অভিযান চালানো হয়। অভিযানে ২৮ জনকে উদ্ধার করা হলেও পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, অল্প খরচে বিদেশে নেওয়ার লোভ দেখিয়ে তাদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের তারা এই প্রচেষ্টায় জড়ো করেছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মানবপাচার রোধে কোস্টগার্ডের অভিযান চলমান থাকবে। উদ্ধার হওয়া ২৮ জনকে সুরক্ষা ও আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে, পাশাপাশি সংশ্লিষ্ট পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।