টঙ্গী জোড় ইজতেমায় ৫ দিনে মোট ৬ মুসল্লির মৃত্যু

Cumilla24

১৪ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


#

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তিন দিনে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে।

গত রবিবার (৩০ নভেম্বর) আয়োজক কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া মুসল্লিরা হলেন সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০), জামালপুর সদর থানার কেন্দুয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০), জামালপুরের সরিষাবাড়ি থানার বগারপাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো.  চাঁন মিয়া (৬০) ও নোয়াখালী সদর থানার আন্ডারচর কাজীর তালুক গ্রামের  সুলতান আহমাদের ছেলে  মো. নূর আলম (৮০)।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied