ছাত্রলীগকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে আহত জামায়াত নেতা

Cumilla24

১০ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


#

গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী হাসানের চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক আপেল মাহমুদ। ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায়।

স্থানীয়রা জানায়, হঠাৎ করেই ছাত্রলীগকর্মী হাসান ১নং ওয়ার্ডের বাড়াইপাড়া এলাকার আপেল মাহমুদের ওপর হামলা চালান। এই সময় হাসানের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তিনি আপেলের বাম হাতে আঘাত করেন, যার ফলে তার হাতের একটি বড় অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার গুরুতরতার কারণে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক জানান, অভিযুক্ত ব্যক্তি এখনও পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে আহত নেতাকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied