চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার
২৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
চট্টগ্রামের
কর্ণফুলী থানা এলাকায় র্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ
২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
র্যাব-৭,
চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার কর্ণফুলী
থানাধীন বৈরাগী ইউপি এলাকার পাঁকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী মাদক কারবারি মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ আগষ্ট ২০২৩ তারিখ
র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা
করে আসামী মোঃ শিহাবুল ইসলাম ও মোঃ জায়েদ কে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে তল্লাশীকালে আসামী মোঃ শিহাবুল ইসলাম এর কোমড়ে থাকা ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত
আসামীরা হলো: ১। মোঃ শিহাবুল ইসলাম (১৯), পিতা- মৃত সিরাজুল ইসলাম, এবং ২। মোঃ জায়েদ (১৯), পিতা- নবী হোসেন, উভয়ের সাং-দক্ষিণ
গরুয়া পাড়া, থানা-আরোয়ারা, জেলা- চট্টট্টগ্রাম
র্যাব
জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা উক্ত আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে
বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে
এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়
ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র
ব্যবহার করত ।
গ্রেফতারকৃত
আসামী এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
