ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

Cumilla24

৭ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


#

ভারতের উত্তর প্রদেশে ঘন কুয়াশার কারণে একের পর এক যানবাহনের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে মথুরা জেলার দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সাতটি বাস ও তিনটি ব্যক্তিগত গাড়ি পরপর একে অপরের সঙ্গে ধাক্কা খায়।দুর্ঘটনার পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।মথুরার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, ঘন কুয়াশার কারণে চালকদের সামনে দেখা সীমিত হয়ে যাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের প্রভাবেই কয়েকটি যানবাহনে আগুন লেগে যায় বলেও তিনি নিশ্চিত করেন।তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহত ও নিরাপদ যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এসএসপি শ্লোক কুমার বলেন, উদ্ধার ও তল্লাশি কার্যক্রম প্রায় শেষের দিকে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied