কুমিল্লা সদর দক্ষিণে যৌথবাহিনীর চেকপোস্ট : ৮ হাজার টাকা জরিমানা,মোটরসাইকেল জব্দ

Cumilla24

২৪ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যৌথভাবে একটি চেকপোস্ট স্থাপন করেছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ সময় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ সোমবার (২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে এত তদারকি অভিযান পরিচালিত হয়।

যৌথভাবে পরিচালিত এই চেকপোস্টে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই তৎপরতা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied