কুমিল্লা নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
১১ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর
ইউনিয়নের বান্নাঘর শাহ রৌশন দরগাবাড়ি মাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ফাতেমা আক্তার
(৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
জানা যায়, রেললাইন পারাপারের সময় সোমবার
সকাল ৯ টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ
নারীর মৃত্যু হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন
বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি রেল দুর্ঘটনায় নিহত নারী অসতর্কভাবে
রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার
জামাল হোসেন জানান, নিহত ফাতেমা আক্তার ট্রেনের ধাক্কায় মারা যাওয়ায় তার শরীর কয়েকটি
টুকরো হয়ে যায়।