কুমিল্লা নগরীতে ৬০ কেজি গাঁজাসহ আটক ২
৮ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন নগরীর
১৩নং ওয়ার্ডে ডুলিপাড়া বাখরাবাদ-টু-টমছম ব্রীজ গামী রোডের ভাঙ্গা বিল্ডিং এর সামনে
কাভার্ডভ্যান গাড়ীতে বিশেষ কায়দায় তৈরী করা বক্সের ভিতরে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক
করে জেলা গোয়েন্দা শাখা,কুমিল্লা (ডিবি পুলিশ)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১ টা
২০ মিনিটে আটক করা হয়।
আসামীরা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানাধীন
নোয়াদ্দা (সরকার বাড়ী) এলাকার মৃত কমল সরকার এর ছেলে কৃষ্ণা সরকার (৩২) এবং কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর (নতুন
গুচ্ছ বাড়ী) এলাকার মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (২৮)।