কুমিল্লায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ

Cumilla24

১০ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

কুমিল্লায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

১১ সেপ্টেম্বর রাতে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম খাঁন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউপিস্থ দূর্গাপুর সাকিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সততা হোটেলের উত্তর পাশে লালারপুলগামী রাস্তার মাথায় পাকা রাস্তার উপর হতে পলাতক আসামী মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ জাফর এর ফেলে যাওয়া ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। পলাতক আসামীরা হলো: ১। মোঃ সাখাওয়াত হোসেন (২৮), পিতা-মতিন মিয়া, সাং-কালিকাপুর (লাইনম্যান কাশেমের বাড়ি), ০২। মোঃ জাফর (৩০), পিতা-রফিক মিয়া, সাং-কালিকাপুর (ফটিক মোল্লার বাড়ি), পোঃ ছুপুয়া বাজার, উভয় থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২০, তারিখ-১২/০৯/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(খ)/৪১ রুজু করা হয়।

উল্লেখ্য, ১নং আসামী মোঃ সাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা  বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied