কুমিল্লায় ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

Cumilla24

১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুফুয়া এলাকায় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। 

বুধবার সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুফুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। লক্ষীপুর জেলার রামগতি থানার চর রমিজ গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে মোঃ তামজিদ হোসেন (২৫) এবং ২। একই গ্রামের মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ রাজিব (২৬)।

 র‌্যাব জানান, তারা দীর্ঘদিন যাবৎ লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied