কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযান, কারখানা সীলগালা

Cumilla24

৮ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

কুমিল্লা জেলা প্রসাশন ও বিএসটিআই, কুমিল্লার সমন্বয়ে এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার এর নেতৃত্বে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  কুমিল্লা  জেলার আদর্শ সদর উপজেলায় বিসিক শিল্প নগরীতে একটি মোবাইল কোর্ট  পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে মেসার্স ইউ এস ফুড এন্ড বেভারেজ নামীয় প্রতিষ্ঠাটি মশার কয়েল ও সফট ড্রিংকস পাউডার পণ‍্যসমূহের অনুকূলে বিএসটিআই হতে গুণগতমানের সিএম লাইসেন্স গ্রহণ\নবায়ন না করে  মানচিহ্ন ব‍্যবহার করে মিথ‍্যা তথ‍্য প্রদান করে বিক্রি/বিতরণের দায়ে অবৈধ পণ‍্যসমূহ ধ্বংস এবং কারখানা সীলগালা করা হয়। অভিযানটিতে উপপরিচালক (সিএম) কে এম হানিফ, নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) কোর্টকে সার্বিক সহযোগিতা করেন এবং মো: আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied