কুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং "রতন গ্রুপ" এর অন্যতম সদস্যকে আটক

Cumilla24

১৩ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং "রতন গ্রুপ" এর অন্যতম সদস্য মাইনুদ্দিন’কে ডিবি পুলিশ আটক করে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কোতয়ালী থানাধীন ঝাউতলা এলাকা হতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ধারালো ছুরি (চাকু)সহ তাকে আটক করে।

আটককৃত আসামী হলো: কুমিল্লা মুরাদনগর থানাধীন কালাডুম্বুর এলাকার মৃত আইয়ুব আলী’র ছেলে মাইনুদ্দিন(২২)।

এলাকায় নিজেদের গ্যাং এর প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে ব্যবহৃত ধারালো ছুরি (চাকু)সহ আটক হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied