কুমিল্লায় ইয়াবা ও গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৯ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

কুমিল্লা দক্ষিণ মডেল থানা
কর্তৃক ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ কেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০/- টাকা, ০২
টি বাংলাদেশী পাসপোর্ট, ইয়াবা সেবন করার ২০ টি বিশেষ পাইপ ও ০১ টি মোটরসাইকেল সহ ০১
জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২২/০৯/২০২৩ইং তারিখ দক্ষিণ
মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আহসান হাবিব এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য
উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর দক্ষিণ
থানাধীন পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী
মোটর সাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহন করে শ্রীবল্লভপুর হয়ে কুমিল্লা শহরের
দিকে যাবে।
উক্ত সংবাদরে ভিত্তিতে ঘটনাস্থল
রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করতে থাকেন।
তল্লাশীকালে রাতে সোনালী
ব্যাংক, সদর দক্ষিণ উপজেলা শাখা, কুমিল্লা সংলগ্ন রাস্তা দিয়ে আগত একটি মোটর সাইকেলকে
থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে মোটর সাইকেল এর বাম
হ্যান্ডেলে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগ সহ দৌড়েঁ পালিয়ে যাওয়ার চেষ্টা কালে অফিসার
ও ফোর্সসহ আসামী মোঃ মেহেদী হাসান (২৬) কে আটক করেন।
আটকপূর্বক উপস্থিত স্বাক্ষীদের
সম্মুখে ধৃত আসামী মোঃ মেহেদী হাসান (২৬) এর বিধি মোতাবেক দেহ তল্লাশীকালে তার ডান
হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতরে থাকা আলামত
১/ একটি খাকি স্কচটেপ দ্বারা
মোড়ানো বিশেষ প্যাকেটে রক্ষিত ৩১টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাক, যারা প্রতিটি পলিপ্যাকের
মধ্যে ২০০ (দুইশত) পিস করে সর্বমোট ২০০ X ৩১=৬২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট,
২/ ০২ (দুই) টি সাদা রংয়ের
পলিপ্যাকের ভিতরে ০১(এক) কেজি করে সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজা,
৩/ মাদক দ্রব্য বিক্রয়ের
নগদ ২৪,৬০০/- টাকা,
৪/ ০২ (দুই) টি বাংলাদেশী
পাসপোর্ট, উদ্ধারকৃত পাসপোর্ট দুটি ধৃত আসামী মোঃ মেহেদী হাসান এর নিজ নামে পাসপোর্ট,
৫/ বিভিন্ন মানের টাকা দ্বারা
তৈরী ২০ (বিশ) টি বিশেষ পাইপ, যা দ্বারা ইয়াবা সেবন করা হয়,
৬/ একটি Maximus
M312B মডেলের বাটন মোবাইল, এবং একটি
iphone 14 pro max
৭/ মাদকদ্রব্য পরিবহন কাজে
ব্যবহৃত একটি কালো ও কমলা রংয়ের ১৫০ সিসি Yamaha FZ-X, মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উক্ত মালামাল জব্দ পূর্বক
আসামী মোঃ মেহেদী হাসান (২৬), পিতা-মোঃ খোকন মিয়া, মাতা-মোসাঃ পারুল আক্তার, সাং-শ্রীবল্লভপুর,
ওয়ার্ড নং-২২, কুমিল্লা সিটি কর্পোরশেন, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার
করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীর
বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩০, তাং-২৩/০৯/২০২৩ইং, ধারা-২০১৮
সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(গ)/১৯(ক) /৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।
