কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী সম্রাট আটক

Cumilla24

১০ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে পিকআপ ছিনতাইয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা যায়, গত ১ মে ২০২৫ তারিখে দেবিদ্বার এলাকা থেকে চট্ট মেট্রো-ন ১২-০৫০১ নম্বরের একটি পিকআপ ছিনতাই হয়। পরে ছিনতাইকারী মোঃ সম্রাট মালিকের কাছ থেকে গাড়ি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে মালিককে পুনরায় ৫০,০০০ টাকা নিয়ে কুমিল্লায় আসতে বলা হয়। পিকআপের মালিক আলাউদ্দিন চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

সেনাবাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে বাদুরতলা এলাকা থেকে ছিনতাইকারী মোঃ সম্রাটকে আটক করে।

আটককৃত ছিনতাইকারী হলেন- কুমিল্লা চান্দিনার মহিচাইল গ্রামের মোখলেসুর রহমান এর ছেলে মোঃ সম্রাট (২০)।

সম্রাটকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied