কাজের মানের দিকে সব সময়ই নজর রাখি: তুষি

Cumilla24

১৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় নাজিফা তুষি। ক্যারিয়ারে বেশি কাজ না করলেও বারবার আলোচনায় উঠে এসেছেন নাজিফা তুষি। ২০২২ সালের আলোচিত সিনেমা ‘হাওয়া’র সফলতা ক্যারিয়ারে অনেকটা এগিয়ে দিয়েছে। ২৯ জুলাই ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পায়। এখনও সিনেমাটি চলছে দেশ- বিদেশি ওটিটি মাধ্যমে। সিনেমাটি ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পেয়েছে। বাংলা, হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালাম ৫ টি ভাষায় দেখা যাচ্ছে সিনেমাটি।

বিষয়টি নিয়ে ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষির ভাষ্য, এটা খুবই ভালো লাগার বিষয়। প্রথম যখন দেখলাম আমার মুখে কথা তামিল বা অন্য ভাষায় ডাবিং করা হয়েছে, বিষয়টি মজাই লেখেছে।

হাওয়া সনি লিভে মুক্তি পাওয়ার পর থেকেই ভারতের কলকাতা ও মুম্বাই থেকে কাজের অফার পাচ্ছে তুষি। তার ভাষ্য, যেখানেই কাজ করি না কেন কোয়ালিটি কাজের ক্ষেত্রে এক চুলও ছাড় দিতে চাই না আমি।  

নাজিফা তুষি বলেন, আমি কাজের মানের দিকে সব সময়ই নজর রাখি। আমার ক্যারিয়ারে অনেক কাজ করিনি, কয়েকটি চরিত্রে অভিনয় করেছি। সংখ্যার চেয়ে কোয়ালিটির দিকে মনযোগী ছিলাম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied