কচুয়ার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

Cumilla24

১৭ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

মো: মাসুদ রানা, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার মাদ্রাসায় বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। নতুন বছরের এমন নতুন বই পেয়ে আনন্দ উল্লাসিত তারা। মাদ্রাসার ১ম শ্রেনী থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়। 

এদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বছরের প্রথমে বই পেয়ে আমরা আনন্দিত। এজন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

মাদ্রাসার উপাধ্যক্ষ মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক নেয়ামত উল্যাহর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ,মঈনুল হাসান,সহকারী মৌলভী আব্দুল কুদ্দুস খান সহ আরো অনেকে। 

এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied