ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Cumilla24

২৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

 শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে মরহুম শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

শরিফ ওসমান হাদির অকাল মৃত্যু শুধু তার পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন জানাজায় অংশগ্রহণকারীরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied