একতারা বাজানো শিখলেন ফরাসি প্রেসিডেন্ট

Cumilla24

২৭ দিন আগে বুধবার, অক্টোবর ৮, ২০২৫


#

জলের গানএর সংগীতশিল্পী, গীতিকার বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার স্টুডিও পরিদর্শন করলেন ঢাকা সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  

১০ সেপ্টেম্বর রোববার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ শেষে রাহুলের স্টুডিওতে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

সময় ম্যাক্রোঁকে বাঙালি কিছু বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাহুল আনন্দ। একতারা হাতে আগ্রহ নিয়ে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। একতারা বাজানো শিখলেন ফরাসি প্রেসিডেন্ট।

এসময় ম্যাক্রোঁকে একতারা বাজিয়ে আব্দুল আলীমের জনপ্রিয় গান নাইয়ারে নায়রে বাদাম গানটি গেয়ে শোনান রাহুল।

গান শুনে অভিভূত হয়ে রাহুল আনন্দকে একটি কলম উপহার দেন ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ বলেন, এই কলমটি দিয়ে রাহুল আনন্দ যেন গান লেখেন এবং সেই গান তিনি শুনবেন।

পরে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্পী রাহুল আনন্দ।  

রাহুল আনন্দ আরও বলেন, শিল্পী শিল্পের প্রতি আগ্রহ থেকে আমার স্টুডিওতে আসেন ইমানুয়েল ম্যাক্রোঁ। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied