অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Cumilla24

২২ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণএই প্রতিপাদ্য অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার ( ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান থেকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা।

এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়াও বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। 

এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied